ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন নান্দাইল উপজেলা শাখা ও জাতীয় ইমাম সমিতি বাংলাদেশ, নান্দাইল উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নান্দাইল উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল আহাদের নেতৃত্বে মিছিলটি সরকারি শহীদ স্মৃতি কলেজ ও পুরান বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল আহাদ।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা হামিদুজ্জামান, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আলিমুদ্দিন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা খলিলুর রহমান, আহমেদ, মাজহারুল ইসলাম সুমন, হারুনুর রশিদ, ডাক্তার ফরিদ আহমেদ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা বাছির উদ্দিন, মাওলানা রায়হান, মুফতি মাসুম বিল্লাহ মুস্তাহিম প্রমুখ।
বক্তারা মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং হোটেল মালিকদের অনুরোধ জানান, যাতে তারা রমজান মাসে দিনে খাবারের হোটেল বন্ধ রাখেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :