AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন’র উদ্যোগে কালীগঞ্জে জব ফেয়ার


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৯:৩১ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন’র উদ্যোগে কালীগঞ্জে জব ফেয়ার

গাজীপুরের কালীগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। চাকুরী প্রত্যাশী নতুন পুরাতন শিক্ষার্থী, দেশের গার্মেন্ট সেক্টরের প্রতিনিধি, নারী উদ্যোগতাসহ দেশের সুনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জব ফেয়ারে অংশ গ্রহন করেন।


বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) উপজেলার তুমলিয়া ইউনিয়নের ভাদার্তী গ্রামে ইকো সেন্টার ফর স্কিল ডেভলপমেন্ট (জিইসিএসডি) কার্যালয়ে দিন ব্যাপী -এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ( ‍ভূমি) নূরী তাসমিন ঊর্মি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে জব ফেয়ারের উদ্বোধন করেন। সহকারী প্রোগ্রাম ম্যানেজার এ.এস.এম রাজিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও -এর প্রজেক্ট ম্যানেজার (এ.এল,পি) শাহরিয়ার মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ ফিল্ড)-এর প্রতিনিধি সাব্বির আহমেদ। 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, ET&MOর অফিসার (ইএসডিও) ফারহানা জাহানসহ ইএসডিও‍‍`র ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ।


এছাড়া প্রশিক্ষণ প্রাপ্ত চাকুরী প্রত্যাশী নতুন পুরাতন শিক্ষার্থী, দেশের গার্মেন্ট সেক্টরের প্রতিনিধি, নারী উদ্যোগতাসহ দেশের সুনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জব ফেয়ার অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।


প্রধান অতিথির নূরী তাসমিন ঊর্মি বলেন, ইএসডিও এর মাধ্যমে ট্রেইনিদের চাকুরীর ব্যবস্থা, ফাউন্ডেশন ট্রেনিং, মাইক্রোফিনান্স প্রোগ্রামের মৌলিক ধারণা, পরিচালনা কৌশল, ট্রেইনীদের দক্ষতা বৃদ্ধি এবং কার্যকরী ম্যানেজমেন্টের গুরুত্ব ও ভবিষ্যতে কার্যক্রমে সাফল্য নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!