AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আমিনুল হক বুলবুল, নান্দাইল, ময়মনসিংহ
১০:১৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুক্তির সমরে মুক্তির মিছিল” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট হাবিুবর রহমান ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কামরুল হুদা আফজালের সঞ্চালনায় বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা দুর্নীতি কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মো: সারওয়ার হোসেন। 

এছাড়া অনুষ্ঠানে মডারেটর হিসাবে সাবেক অধ্যাপক আবু তাহের সাগর, সিনিয়র শিক্ষক ফয়জুন্নেসা রেবা,সাবেক প্রধান শিক্ষক ডা.ফখর উদ্দিন ভূঞা, পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ রতন, সদস্য সীমা সরকার, কামরুল ইসলাম জুয়েল, তসলিম আহম্মেদ সুনু,সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, প্রবাল মজুমদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত বিতর্ক অনুষ্ঠানে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় দলকে চ্যাম্পিয়ন পুরস্কার ও চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় দলকে রানার্স আপ পুরস্কারসহ সনদ পত্র তুলে দেন অতিথিৃবন্দ। এসময় বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহনকারী তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা  ও শিক্ষার্থীসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!