নওগাঁর মান্দায় পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রয়ের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার প্রসাদপুর বাজারে টিএনটি অফিসের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রি উদ্ধোধন করেন। এরপর দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠানিক ভাবে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান উদ্ধোধন করবেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া জানান,স্বল্প মূল্যের দোকানে গরুর মাংসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সহ শাড়ি লঙ্গি,ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে। এখানে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রমজানের শেষের দিক থেকে শাড়ী,লঙ্গি বিক্রয় করা হবে। গরুর মাংস বিক্রিতে সার্বিক সহযোগীতা করেছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান।
এসময় মান্দা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান,সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ এবং বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :