AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৭


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৪:২৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
মাদারগঞ্জে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৭

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলনের আগের রাতে ২ সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ,চেয়ার ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন,সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সোবহান ফকির,বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী আলামিন,চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য শফিকুল ইসলাম মধু,ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য আরিফ হাসান,ইউনিয়ন ছাত্রদলের সদস্য শ্যামল আহম্মেদ, সদস্য রিপন মিয়া  ও ডেকরেটর কর্মী আনিছ মিয়া। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতোমধ্যে সম্মেলন স্থগিত করা হয়েছে। 

বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া সাহেদ আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে,ওই মাঠে আজ শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হবার কথা ছিল। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামালপুর জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম নবী। 

ওই সম্মেলনে সভাপতি পদে প্রার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মজনু ফকির ও অপর প্রার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার। সভাপতি প্রার্থী শাহ মজনু ফকির অভিযোগ করে বলেন সভাপতি প্রার্থী বিপ্লব তরফদার ও সাধারণ সম্পাদক প্রার্থী শফিউল ইসলাম স্বপন  এর লোকজন রাত সাড়ে ৮টার দিকে  মাঠে প্রবেশ করে চেয়ার ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে তেঘরিয়া বাজারে থাকা আমাদের লোকজন এলে ওরা দৌড়ে পালিয়ে যায়। 

সম্মেলন পণ্ড করতেই এমন হামলা বলে তিনি অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করে অপর সভাপতি প্রার্থী বিপ্লব তরফদার পাল্টা অভিযোগ করে বলেন,আজ সম্মেলনকে কেন্দ্র করে আমাদের লোকজন রাতে মঞ্চ সাজসজ্জা কাজ পরিদর্শনে গেলে মজনু ফকিরের ভাতিজা সহ তার লোকজন ও শফিকুল ইসলাম শফির লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমাদের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন ও ৭টি মটরসাইকেল ভাংচুর করা হয়েছে। 

উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল সাংবাদিকদের জানান,গতকালের সংঘর্ষে আজকের সম্মেলন স্থগিত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসান আল মামুন বলেন,তেঘরিয়া বাজারে বিএনপির দু পক্ষের সংঘর্ষের খবর শুনার পর ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!