আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রকে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানান নির্বাচন কমিশনার।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৩৯টি পদের বিপরীতে মোট ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির মোট ৫,৩৯২ জন নিবন্ধিত ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, সকাল থেকে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এটি শুধু নির্বাচন নয়, আমাদের সমিতির সদস্যদের মিলনমেলায় পরিণত হয়েছে। যারা নির্বাচিত হবেন, তারা সবাই সমিতির উন্নয়নে একসঙ্গে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই `বাপুস` এর উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। `বাপুস` এর সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন বলেন, ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আসেনি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই।
একুশে সংবাদ/রাফি/বাবু
আপনার মতামত লিখুন :