রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অস্ত্র, মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার দয়ালনগর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১০, জি.আর নং-১০, তারিখ-০৭/০১/২০২৫ খ্রিঃ ধারা-The Arms Act. 1878 এর 19-A মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ জানায়, মাসুদ রানার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও মারামারি মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাসুদ রানা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :