AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত


Ekushey Sangbad
জহিরুল ইসলাম সরকার, জুড়ী, মৌলভীবাজার
০৭:১৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
জুড়ীতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চতুর্থবারের মতো ‍‍`জুড়ী ১০কি.মি মিনি ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে জুড়ী উপজেলার বাছিরপুর জিরো পয়েন্ট থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে বড়লেখার উপজেলার দাসেরবাজার অতিক্রম করে বাছিরপুর এসে শেষ হয়।

২০২১ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে বন্ধ থাকার পর এ বছর পুনরায় শুরু হয়। এবারের প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক প্রতিযোগি অংশ নেয়। 

ম্যারাথনে ৩৫ মিনিট সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন সাজ্জাদুর রহমান। ৩৭ মিনিট  সময়ে দ্বিতীয় স্থান অর্জন করেন বিয়ানীবাজারের ইউসুফ আলী এবং ৪০ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করে কুলাউড়ার মো: মাহফুজ আহমেদ। 

ম্যারাথন (০৮) আটটি ওয়াটার পয়েন্টের মাধ্যমে দৌড়বিদদের জন্য পানি ও ফুড সরবরাহসহ  মেডিক্যাল টিম এবং স্বেচ্ছাসেবক টিম সহযোগিতা প্রদান করেন।

ম্যরাথনে অংশ নেয়া প্রথম ৩ জনকে নগদ অর্থ ও, মেডেলসহ পুরস্কৃত করা হয় সর্বমোট ২৩ জনকে সনদ প্রদান করা হয়। ১০ বছর বয়সের তাহসিন আহমেদ ও ৫০ বছরের উপরে ৩ জনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। 


একুশে সংবাদ/ এস কে

Link copied!