AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাইবান্ধা জেলা ছাত্র সমিতির ধর্ষণ বিরোধী মানববন্ধন


Ekushey Sangbad
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ প্রতিনিধি
০৭:৩৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
গাইবান্ধা জেলা ছাত্র সমিতির ধর্ষণ বিরোধী মানববন্ধন

সারাদেশে ধর্ষণ, ডাকাতি, ছিনতাই আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হওয়ায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন গাইবান্ধা জেলা ছাত্র সমিতি। বৃহস্পতিবার বিকালে ইউনিভার্সিটি ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। 

মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনটির সভাপতি রেদওয়ানুল হাসান সিজান বলেন, খবরের কাগজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন ধর্ষণ, চুরি, ডাকাতির খবর পাচ্ছি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় । তবে বর্তমানে এটি আমাদের সামগ্রিক নিরাপত্তার প্রশ্ন হয়ে দাড়িয়েছে। তাই এই মুহূর্তে ধর্ষক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সোচ্চার না হলে, ভবিষ্যতে তারা আরও প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হবে।

সংগঠনের সাধারণত সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সমাবেশে সংগঠনটির সাবেক উপদেষ্টা ও আজীবন সদস্য যোবায়ের পারভেজ পাটোয়ারী বলেন, সমাজে দিন দিন অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ, শিশু নির্যাতন, এবং লুটপাটের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করলেও, অপরাধীদের দমাতে পারছে না। এ জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।

সংগঠনের উপদেষ্টা সৌরভ মিয়া বলেন, নারীদের নিরাপত্তা দিতে না পারাটা, পুরুষ হিসেবে আমাদের জন্য লজ্জার। যে পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে, তার কোনো জাত নেই। দ্রুত তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিজয় বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে শক্তিশালী আইন প্রয়োগ, অপরাধীদের কঠোর শাস্তি, এবং জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরী। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেকে সকলকে এগিয়ে আসার আহবান তার।

সমাবেশে আরোও বক্তব্য রাখেন, সংগঠনটির নির্বাহ সদস্য আল মাহদী আঙ্গুর, ওমর আল সানি, নুরি আক্তার লিছা, জুহায়র হাসনাত ফুয়াদ, মুরাদ, শিক্ষার্থী প্রতিনিধি রাকিবুল ইসলাম চাঁদ, রকিবুল ইসলাম, রাকিব মাহমুদ, রেজোয়ান আহমেদ, মেহেদী হাসান সাকিব, নোমান সিদ্দিকী প্রমুখ। সচেতনতা বৃদ্ধির লক্ষে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা সংগঠনটির।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!