গোপালগঞ্জের মুকসুদপুরে আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে জনসচেতনতামূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী বাংলাদেশ, মুকসুদপুর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার (১ মার্চ) দুপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশ, মুকসুদপুর শাখা কার্যালয় হতে একটি র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
জামায়াতে ইসলামী বাংলাদেশ, মুকসুদপুর উপজেলা শাখার আমির ইমরান সরদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ক্বারী আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গোপালগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলার নায়েবে আমির অধ্যাপক আব্দুল ওহাব, মুকসুদপুর পৌর শাখার আমির মোঃ কবির আহমেদ, সেক্রেটারি আবু তালেব ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। সেই সঙ্গে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান তারা। বক্তারা আরো বলেন, সাধারণ মানুষ যেন নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য মূল্যে কিনতে পারে, সে ব্যবস্থা নিতে হবে। এছাড়াও সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে প্রশাসনের নিকট কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :