মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু টোল প্লাজা এলাকা থেকে ৮০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২:৩০ মিনিট থেকে সকাল ৬:০০ টা পর্যন্ত লৌহজং উপজেলা মৎস অফিস ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে ১টি ট্রাক ও ১টি মিনি ট্রাকে তল্লাশি করে আনুমানিক ৮০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা।
লৌহজং উপজেলা সিনিয়র মৎস অফিসারের অফিস সুত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় বিপুল পরিমাণ জেলি পুশকৃত চিংড়ি গুলো জব্দ করা হয়েছে।
তবে কাউকে আটক করা যায়নি। জব্দকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। স্বাস্থ্য ঝুঁকির কারণে জব্দকৃত চিংড়িগুলো যথাযথ প্রক্রিয়ায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য অফিসের কর্মকর্তা জানান, জেলি পুশকৃত চিংড়ি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের প্রতারণা রোধে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :