AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীর সারোয়ার তুষার জাতীয় নাগরিক পার্টি‍‍`র সম্পদ : সারজিস


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৩:৪২ পিএম, ২ মার্চ, ২০২৫
নরসিংদীর সারোয়ার তুষার জাতীয় নাগরিক পার্টি‍‍`র সম্পদ : সারজিস

নতুন আত্মপ্রকাশ হওয়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নরসিংদীর সারোয়ার তুষারকে দলটির সম্পদ হিসেবে উল্লেখ করা হয়েছে। রোববার (২ মার্চ) দুপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ( উত্তরাঞ্চলের) সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে সারোয়ার তুষারের একটি ভাইরাল ভিডিও বক্তব্য পোস্ট করে একথা জানান।

সারজিস আলম লেখেন, National Citizens Part- NCP‍‍`র একজন Asset নরসিংদীর সারোয়ার তুষার ভাই। তরুণ প্রজন্মের এমন শত শত আইকনদের নিয়ে শুরু হয়েছে আমাদের নতুন রাজনৈতিক লড়াই।

ধীরে ধীরে সেই আইকনদেরকে বাংলাদেশের সামনে তুলে ধরবো। দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে, ইনশাল্লাহ।

উল্লেখ্য, যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পাওয়া নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া এলাকার সন্তান সারোয়ার তুষার এর আগে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। তবে বুদ্ধিভিত্তিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।

জুলাই আন্দোলনে রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরব ছিলেন সারোয়ার তুষার। বিগত ১৯ জুলাই ছাত্র জনতা গণ মিছিলে গুলি চালানো হলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে তিনি সেদিন উদ্ধৃতি দিয়েছেন আর তা ফ্রান্সের জনপ্রিয় ফ্রান্স ২৪ ডক কম পত্রিকা “Protesters storm prison in Bangladesh, death toll from anti-quota clashes tops 100’ শিরোনামে প্রকাশিত সংবাদটিতে স্থান পায়।

তার দেওয়া উদ্ধৃতিটি "আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে," সারওয়ার তুষার, যিনি রাজধানীতে একটি মিছিলে যোগ দিয়েছিলেন এবং পুলিশের দ্বারা সহিংসভাবে ছত্রভঙ্গ হয়ে গেলে সামান্য আহত হয়েছেন, তিনি এএফপিকে বলেছেন। “আমরা অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ চাই। এই হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী।”

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাওয়া সারোয়ার তুষার তার অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, এতদিন আমাদের দায়িত্ব ছিল একটা সীমাবদ্ধতার মধ্যে। এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে। বর্তমানে আমাদেরকে কাজ করতে হবে দেশের জন্য দেশের জনগণের মঙ্গলের জন্য। আমাদের এ দল হবে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!