AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে রমজানের প্রথম দিনে বাজার মনিটরিং করলেন ইউএনও


মোরেলগঞ্জে রমজানের প্রথম দিনে বাজার মনিটরিং করলেন ইউএনও

বাগেরহাটের মোরেলগঞ্জে পবিত্র মাহে রামাদানের প্রথম দিনে সরকারের নির্দেশনা অনুযায়ী বাজারে সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পর্যবেক্ষন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবউল্লাহ।

রবিবার (২ মার্চ) বিকালে সাধারণ মানুষের কথা চিন্তা করে  সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা,ভোজ্য তেল, ছোলা ও চিড়াসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদোজা।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ হাবিবুল্লাহ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে মোরেলগঞ্জ  উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করা হচ্ছে এবং মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়সীমার মধ্যে রাখতে নিয়মিত এই বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে । অবশ্যই সকল ব্যবসায়ীকে মূল্য তালিকা রাখতে হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!