সালথা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় ফরিদপুরের সালথা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদ এর হলরুমে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -০২( সালথা-নগরকান্দা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ সোহরাব হোসেন, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ বদরুদ্দীন, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল কাদের মিয়া, সালথা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলাম, নায়েবে আমীর আজিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে অনুরোধ করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :