AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় পৌর ছাত্রদলের দুই নেতাকে শোকজ


চাঁদপুরে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় পৌর ছাত্রদলের দুই নেতাকে শোকজ

চাঁদপুরে দলীয় পদ-পদবীর নিয়ে ছাত্রদলের দুই গ্ৰুপের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় কমিটি কর্তৃক পৌর ছাত্রদলের দুই নেতাকে শোকজ হয়েছে। রোববার (২ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে তাদের এই শোকজ করা হয়।

শো পোস্ট করা ছাত্রদল নেতারা হলেন, চাঁদপুর পৌর ছাত্রদলের সহ সভাপতি মেহেদী হাসান কাঠাল ও সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেন।

শোকজ পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁদপুর জেলা শাখার অধীনস্থ চাঁদপুর পৌর ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ০৫/০৩/২০২৫ ইং তারিখের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।

জানা যায়, ১ মার্চ শনিবার দুপুরে চাঁদপুর শহরের মুনিরা ভবনে জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন কার্যক্রম চলছিল। জেলা ছাত্রদল আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় পদ-পদবী আধিপত্য নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্ৰুপের মধ্যে ঝগড়ার সূত্রপাত ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ শহরের জোড়পুকুর পাড় থেকে জেএম সেনগুপ্ত সড়কে দুই দিকের অবস্থান নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয়পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র হাতে মহড়া দেয়।

এ সময় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বেশ কয়েকটি মার্কেট ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মার্কেট ও দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালীন ছাত্রদলের এক গ্রুপের কর্মী ভেবে নিরীহ একজনকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তার অবস্থা খারাপ হওয়ায় ঢাকা হাসপাতালে রেফার করেন। এছাড়াও এই ঘটনায় মোট ১০ জনের মত আহত হয়।

উল্লেখ্য - ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু সুফিয়ান, প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল ও মাহমুদুল হাসান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!