AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বসন্তের হাওয়ায় উঁকি মারছে শিমুল ফুল


বসন্তের হাওয়ায় উঁকি মারছে শিমুল ফুল

চলছে ফালগুন মাস। চারিদিকে মৃদু হাওয়া। শীত শেষে শুরু হয়েছে বসন্ত। মুকসুদপুরে বসন্তের হাওয়ায় গ্রামগঞ্জে রাস্তার পাশে উঁকি মারছে শিমুল ফুল। ফুলের উপর আনন্দে মাতোয়ারা দেশীয় পাখিরা।

গ্রামের মাথার উপর দিয়ে লাল ফুল চোখে পড়ে মন প্রফুল্ল হয়ে ওঠছে মানুষের। ছোট ও বড় শিমুল গাছে রয়েছে লাল রঙয়ের ফুল। এই লাল ফুল থেকে বের হবে শিমুল ফল। আর শিমুল ফল থেকে তৈরি হবে তুলা। যে তুলা বর্তমান দেশের জনপ্রিয় শিমুল তুলা হিসেবে পরিচিতি। শিমুল তুলা থেকে তৈরি হবে বালিশ, লেপ ও তোষকসহ নানান ধরনের ব্যবহারিক জিনিস।

সমাজসেবী রুদ্র কমল জানান, আগের চেয়ে অনেক কমে গেছে শিমুল গাছ। কারণ এই শিমুল গাছের কাঠ থেকে দীর্ঘ মেয়াদী কোন জিনিস তৈরি হয় না। মানুষের প্রয়োজনে শুধু তুলাটা বেশি ব্যবহার হয়ে থাকে। সেজন্য এই গাছের গুরুত্ব নেই তেমন। তাই বাড়িতে, রাস্তার পাশে বেড়ে ওঠা গাছগুলোই লাল ফুলে উঁকি দিয়ে মনে করিয়ে দেয় শিমুল ফুলের কথা। এ যেন এক চির চেনা আবহমান  বাংলার রূপ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!