দিনে জন্মনিবন্ধন আবেদন করার পর রাতেই প্রিন্ট কপি হাতে পৌঁছে দিচ্ছে ধামানগর ইউনিয়ন পরিষদ। ঠিক এমন চিত্র দেখা যায় সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের এলাকায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রোজিন পলাশ সঠিক তথ্য নিয়ে জন্ম নিবন্ধনের অনলাইন আবেদন করছেন দিনের বেলায়। অধিকাংশ সময় সার্ভারে সমস্যা থাকায় রাতে পেমেন্ট সম্পন্ন করে নিজেই বাসিন্দার হাতে পৌঁছে দিচ্ছে অনলাইন সম্পন্ন একটি জন্ম সনদ।
এমন কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা জানান, দিনে জন্ম নিবন্ধন আবেদন রাতে বিতরণ, আপনার জন্ম নিবন্ধন আপনার বাড়িতে গিয়েই দিবো এমন স্লোগানকে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের সার্বিক দিক নির্দেশনায় আমাদের এই কার্যক্রম। তবে কর্মব্যস্ততায় অনেকেই সশরীরে ইউনিয়ন পরিষদে হাজির হয়ে জন্মনিবন্ধন করতে পারেন না। তাদের জন্য সহজ উপায় হলো বাড়িতে বসেই আমাদের টিমকে সঠিক তথ্য দিয়েই ঘরে বসেই নির্ভুল জন্ম নিবন্ধন সনদ বুঝে নেওয়া।
সন্ধা রাতে একটি নির্ভুল জন্মনিবন্ধন পেয়ে গণমাধ্যমকর্মীকে আবেগ আপ্লূত হয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন ইউনিয়নের খিয়াল এলাকার বাসিন্দা রোজিনা ও নাজমা বেগম জানান, আমার জন্মনিবন্ধনের জন্য আমাদের মেয়ের জন্ম নিবন্ধন করতে পারছিলাম না। বাড়ির কাজ কাজে সময় পাই না তাই ইউনিয়ন পরিষদে যাওয়া হয় না। গ্রাম পুলিশ এসে তথ্য নিয়ে গিয়েছিল। আজ সন্ধায় আমার হাতে জন্ম নিবন্ধন তুলে দিলেন। সাথে আমার মেয়ের জন্ম নিবন্ধন সনদও করে দিলেন। এত সহজে যে জন্ম নিবন্ধন নিজের ঘরে বসেই পাবো তা কল্পনাও করতে পারি নাই।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :