গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রি কলেজ শাখার নবগঠিত ছাত্রদল কমিটির আনন্দ র্যালীতে হামলা চালিয়েছে পদবঞ্চিত ছাত্রদলের একাংশ। গত রোববার (৩ মার্চ) সন্ধ্যায় এহামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয়সুত্রে জানা যায়,সম্প্রতি নলডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদল শাখার কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। এতে রেজাউল করিমকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিব কে সাধারন সম্পাদক করে ১৪ সদস্যের নলডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদল শাখার কমিটি ঘোষনা করা হয়।ঘোষিত কমিটির নেতৃবৃন্দ রোববার সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনার থেকে একটি আনন্দ র্যালী বের করে।র্যালীটি নলডাঙ্গা রেলগেইট পাড়াপাড়ের সময় পদবঞ্চিত ক্ষুদ্ধ ছাত্রদলের একাংশের কতিপয় নেতাকর্মী লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে র্যালীতে অংশগ্রহনকারী ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালায়।নবগঠিত কমিটির সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন,সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদ্য বহিস্কৃত যুগ্ন আহবায়ক রুবেল মিয়া প্রভাব বিস্তার করে তার পছন্দের ও অনুগতদের নিয়ে নলডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের চেষ্টা করেন।
এতে তিনি ব্যর্থ হওয়ায় তার নেতৃত্বে পরিকল্পিত ভাবে আমাদের শান্তিপূর্ন র্যালিতে হামলা চালানো হয়েছে।এহামলায় ৫/৬জন নেতাকর্মী আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত বহিস্কৃত উপজেলা ছাত্রদল নেতা রুবেল মিয়া আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী ছাত্রলীগ কে পূর্নবাসন করে নলডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদল শাখার বিতর্কিত কমিটি ঘোষনা করায় আমি প্রতিবাদ করেছি। আর এটআই ছিল অপরাধ।নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউন্নবী লেবু বলেন, নিজেদের মধ্যে এমন মারকমারির ঘটনা খুবই দু:খজনক।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :