গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহাকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেইসাথে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রফিকুজ্জামান রফিককে গাইবান্ধার সিভিল সার্জন হিসেবে চলতি দাযিত্ব প্রদান করে প্রজ্ঞাপনও জারি করে।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে ডা. রফিক পদায়নকৃত সিভিল সার্জন ডা. কানিজ সাবিহার নিকট থেকে দ্বায়-দায়িত্ব বুঝে নেন।
রবিবার (২ মার্চ) দেশের ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করে তাদের ওএসডি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন। প্রজ্ঞাপনে বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ৯ মার্চ হতে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন। দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়মসহ নানা কারণে ডা. কানিজ সাবিহাকে ওএসডি করা হয়েছে বলে জানা যায়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :