AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েটের দুই প্রকৌশলীর ওপর হামলা ও লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন


কুয়েটের দুই প্রকৌশলীর ওপর হামলা ও লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর দুই নির্বাহী প্রকৌশলীকে হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।  


মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কুয়েট প্রধান ফটকের সামনে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়েট কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য জিএম এনামুল কবির, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সেলিম রেজা, মোহাম্মদ জয়নাল, রেজাউল ঢালী, ইমাম হোসেন রানা প্রমুখ। বক্তারা মোল্লা সোহাগ হোসেনকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  


এদিকে, ঘটনার প্রতিবাদে কুয়েট অফিসার অ্যাসোসিয়েশন জরুরি কার্যনির্বাহী কমিটির সভা ডেকেছে। ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীরা মানববন্ধনে অংশ নিয়ে ন্যায়বিচারের দাবি জানান।  


উল্লেখ্য, গত ৩ মার্চ মোল্লা সোহাগ হোসেন মোবাইল ফোনে কুয়েটের নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত ও মোঃ গোলাম কিবরিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। একই দিন বিকেলে শেখ আবু হায়াতকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও ওঠে। জানা গেছে, কুয়েটের একটি ঠিকাদারি কাজে ১০ শতাংশের বেশি লাভ যুক্ত করে দরপত্র নির্ধারণ না করায় তিনি ক্ষুব্ধ হয়ে এ হামলা চালান।  


এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ

 

Shwapno
Link copied!