মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনে আগামী ৭মার্চের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
এই প্রজ্ঞাপনের প্রতিবাদ দেশব্যাপী উপজেলা পর্যায়ে ইটভাটা মালিক-শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। একই সাথে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় যশোরের অভয়নগর উপজেলার ১০টি ইটভাটার মালিক-শ্রমিক উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, আফসার আলী মোল্লা, সাধারন সম্পাদক কিশোর কুমার সাহা।
এসময় উপস্থিত ছিলেন- শাহজালাল হোসেন, শংকর সিংহ, ধিরাজ মোল্লা সহ আরো অনেকে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :