AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহ মহানগরে ৫ কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা


ময়মনসিংহ মহানগরে ৫ কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা

ময়মনসিংহ মহানগর শাখার অন্তর্ভুক্ত পাঁচ কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ মার্চ) রাতে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আল মো.রাফসান সামি এবং সহদপ্তর সম্পাদক ইসফাক আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই দুই নেতা জানান, ময়মনসিংহ মহানগর শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি মো.নাইমুল করিম লুইন এবং সাধারণ সম্পাদক তানভীর রবিনের সিদ্ধান্ত মোতাবেক পাঁচটি কমিটি দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়া কমিটিগুলো হলো, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি এবং ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ্ সায়েন্সেস কলেজ। ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস ছাত্রদলের সভাপতি এফ এম আবুল খায়ের

এবং সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্ত। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সাত সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. রবিন মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে কামরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ মহাবিদ্যালয়ে ৬৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে রাব্বা মাহবুব খান আজানকে সভাপতি এবং বায়োজিদ বোস্তামী অন্তরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজিক কলেজে ১৮ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে মো. মোস্তফাকে ও রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে ৩৪ সদস্যবিশিষ্ট ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়ছে ইশরাক আজমাইন ফায়েক এবং শাহরিয়ার রাতুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক শাখা কমিটিকে ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!