কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ পবিত্র রমজান মাসে ব্যবসায় অধিক মুনাফা করা ও মূল্য তালিকা না থাকায় পাঁচ ব্যবসায়ীকে দশ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ মার্চ) দুপুরে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার জাঙ্গালিয়া
ইউনিয়নের আওড়াখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় পাঁচ মামলায় পাঁচ জনকে দশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেওপাড়া এলাকার অজিত চন্দ্র পালের পূত্র দীপু চন্দ্র পাল, কাওলিতা এলাকার মমিন উদ্দিনের পূত্র মোঃ হাশেম, নুরুল আমিন ভূইয়ার পূত্র নজরুল ইসলাম, নরুন এলাকার মোসলেহ উদ্দিনের পূত্র মোঃ হালিম ও আজমতপুর এলাকার মোসলেমের পূত্র মোঃ আতিকুর রহমানকে দুই হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :