AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আড়াইহাজারে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্ৰেফতার


আড়াইহাজারে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্ৰেফতার

আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা শাহীনকে (৩৮)ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ছোট ফাউসা এলাকায় অভিযান চালিয়ে ৭২ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা গ্রামের আনছার আলীর ছেলে এবং ব্রাক্ষন্দী ইউনিয়নের সেচ্ছাসেবকদলের ২৮ নং কার্যকরী সদস্য ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী।

এলাকাবাসী  জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী এমপি নজরুল ইসলাম বাবুর ভাগ্নি জামাই রবিনের আশ্রয়ে থেকে শাহীন মাদক বিক্রিসহ নানা অপরাধ  কর্মকান্ড করে আসছিল। ৫ আগস্টের পর  বিএনপি নেতা সেজে মানুষের উপর অত্যাচার শুরু করে। গত ১৫ দিন আগে ওরশের নামে চাঁদাবাজি করতে গিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা সৃস্টি হয়। পরে প্রশাসন ওরশ বন্ধ করে দেয়। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে প্রকাশ্যে মাদক বিক্রি ও চাঁদাবাজি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ৭২ পিছ ইয়াবাসহ তাকে  আটক করে। তার নামে পুলিশ ও সেনাবাহিনীর নিকট ৮টি অভিযোগ দিয়েছে এলাকাবাসী। বিএনপির নেতাদের ছবি দিয়ে এলাকাতে পোস্টারিং করেছে মাদক বিক্রিতা শাহিন। আড়াইহাজার উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জানান, শাহীন বিএনপির কেউ না। সে বিএনপির সাজার চেষ্টা করছে।  

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আটকের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!