AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে চাঁদাবাজি মামলার আসামী রতন খানকে জেল হাজতে প্রেরণ


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০২:৪৭ পিএম, ৬ মার্চ, ২০২৫
কালীগঞ্জে চাঁদাবাজি মামলার আসামী রতন খানকে জেল হাজতে প্রেরণ

গাজীপুরের কালীগঞ্জে ছিনতাই, মারধর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, হত্যার হুমকি ও চাঁদাবাজির মামলার এজাহার ভুক্ত আসামী রতন খানকে আটকের পরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশার বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির মামলার অন্যতম আসামী মোঃ রতন খানকে (৪৯) আটক করে পুলিশ। মামলার অন্য আসামীরা পলাতক রয়েছে। আসামী রতন খান মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর এলাকার মৃত আব্দুছ সাত্তার খানের পূত্র।

উল্লেখ, গত ৭ ফেব্রæয়ারি শুক্রবার রাতে রতন খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র, রামদা, লোহার পাইপ, লাঠিসোটা ও পিস্তল নিয়ে ‘‘ইউনিয়ন এলপিজি অটোগ্যাস রিফুয়েলিং স্টেশন” হামলা চালিয়ে প্রায় সোয়া পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা রিফুয়েলিং স্টেশনের মালিককে হত্যার হুমকিসহ ও দশ লক্ষ টাকা চাঁদা দাবী করে।  

এঘটনায় প্রতিষ্ঠানের সত্বাধিকারী জামিল ওয়াহেদ বাদী হয়ে মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর এলাকার মৃত আব্দুছ সাত্তার খানের পূত্র মোঃ রতন খান (৪৯), কিরণ খানের পূত্র নাফিজ খান (২০) ও দড়িবাঘুন এলাকার আবুল হোসেনের পূত্র সেলিম (২৫) এর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরোও ১৭/১৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ৯, তারিখ ১১/০২/২৫ ইং।

এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মোঃ আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন এবং ওসি তদন্ত মোঃ আশরাফুল ইসলাম গত মঙ্গলবার (৪ মার্চ) বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ব্যবসা প্রতিষ্ঠানটি খুলে দেন এবং নির্দ্বিধায় ব্যবসা চালু রাখতে কর্মচারীদের আশ্বাস দেন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করা হয়। আসামীকে বৃহস্পতিবার আদালতের মাধমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!