বরিশালের উজিরপুর উপজেলায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সাড়ে ১০ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিপুরের দক্ষিন বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে মহাসড়ক থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন।
গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসে গ্রীনলাইন পরিবহনের একটি এসি বাস। যান্ত্রিক ত্রুটির কারনে বাসে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে চালক বাস মহাসড়কের পাশে রেখে যাত্রীদের নামিয়ে দেয়। তাই কোন যাত্রীর ক্ষতি হয়নি। তবে বাস ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ওসি জানান।
গৌরনদী ফায়ার সার্ভির্সের জ্যেষ্ঠ ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বাসটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারনে আগুন ধরে যায়। দ্রুত আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বে বাসটি সম্পূর্ন পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, বাসে থাকা শুধু এক মহিলা যাত্রী ধোয়ার কারনে একটু অসুস্থ হয়েছিলেন। অন্যরা সুস্থ রয়েছেন। আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে ওসি আমিনুর রহমান জানিয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :