AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে ঘর বাড়ী হারিয়ে খোলা আকাশের নিচে অর্ধ শতাধিক মানুষ


চাঁদপুরে ঘর বাড়ী হারিয়ে খোলা আকাশের নিচে অর্ধ শতাধিক মানুষ

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা সদরের পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি সুইপারদের ৫টি বসতঘর। বসতঘরগুলো পুড়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন স্থানীয় সুইপার জনগোষ্ঠীর প্রায় অর্ধ শতাধিক মানুষ।

আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় অনেকে রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে, আবার অনেকে মন্দির বা গির্জায়। সামান্য কিছু মালামাল ও আসবাবপত্র রক্ষা করতে পারলেও পুড়ে গেছে ঘরবাড়ি। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শেষ সম্বল হারানো নিন্ম আয়ের এ মানুষগুলো।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খাবার দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতি।

সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আমদের বনিক সমিতির পক্ষ থেকে এবং আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাদের পাশে সাহায্যে সহযোগিতা করেছেন।


আগুনে ক্ষতিগ্রস্ত শংকর জানান, আমাদের বাসস্থানের জন্য যা ছিল সব পুড়ে গেছে, ঘরে আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিল সব পুড়ে গেছে। আমরা এখন কি খাব; খাওয়ার মতো আর কিছু নাই। ঘরের পুড়ে যাওয়া জিনিসপত্রগুলো দেখে দেখে নিয়ে এসে আজ ৬ দিন যাবৎ খোলা আকাশে নিচে দিন রাত কাটাচ্ছি । চিন্তায় ঘুমাতে পারি নাই।

তিনি আরো জানান, পরনের বস্ত্র ছাড়া কিছুই ঘর থেকে বের করতে পারি নাই।

মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার জানান, এখানে যেসব ঘরগুলো পুড়ে গেছে তারা সবাই নিন্ম আয়ের সাধারন মানুষ। একেক জনের, একেক রকম ক্ষতি হয়েছে।এখন একদম রাস্তায় থাকা ছাড়া আর তাদের কোনো উপায় নাই।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ‍‍`ইউএনও‍‍` আমজাদ হোসেন বলেন,আগুনে পুড়ে যাওয়া প্রত্যেকটি পরিবারকে দ্রুত সময়ের মধ্যে আর্থিক সহায়তা সহ বাসস্থানের সব ব্যবস্থা করা হবে। যাতে তারা তাড়াতাড়ি স্বাভাবিক জীবন যাপন করতে পারে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের ও সহায়তা করার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!