মৌলভীবাজার জেলার জুড়ীতে পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলু সূত্রধর।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার ভবানীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে ৪ জন ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার। তাকে সহায়তা করেন জুড়ী থানার এসআই কবির উদ্দিনসহ পুলিশের একটি দল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য আইন ১৯৫৬ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :