AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে রসের মিষ্টির দোকানে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা


নান্দাইলে রসের মিষ্টির দোকানে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের নান্দাইলে রসের মিষ্টি শপে মেয়াদোত্তীর্ণ মিষ্টি,দই,শিশুদের গুড়া দুধ,বিভিন্ন কোম্পানীর সজসহ অন্যান্য ভেজাল মালামাল বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) নান্দাইল চৌরাস্তা বাজারে রসের মিষ্টি শপের মালিক আবু বক্কর সিদ্দিককে এই জরিমানা করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা  করেন।

জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সরজমিন পরিদর্শনে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ টিম। পরে জনসম্মুখে মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী ধ্বংস করা হয়।

এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যান্য দোকান মালিকগণ পালিয়ে যায়। বর্তমানে রসের মিষ্টি শপটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করে বলেন,ভোক্তার অধিকার নিশ্চিতকরনে এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে। আর এ জন্য ভোক্তা তথা জনসাধারণকেও সচেতন থাকা জরুরী।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!