AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে বিশাল আকৃতির মুরগীর ডিম নিয়ে চাঞ্চল্য


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৭:৪২ পিএম, ৬ মার্চ, ২০২৫
লালপুরে বিশাল আকৃতির মুরগীর ডিম নিয়ে চাঞ্চল্য

লালপুরে ১৮০ গ্রাম ওজনের বিশাল আকৃতির মুরগীর ডিম নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


সাধারণত মুরগীর ডিমের ওজন হয় ৫০-৬০ গ্রাম। কিন্তু এর চেয়ে তিনগুণ বেশী ওজনের বিশাল আকৃতির মুরগির ডিম  নিয়ে হই-চৈই এর ঘটনা ঘটেছে নাটোরের লালপুর উপজেলার ভাটাপাড়া গ্রামের মৃত ওয়াজেদ সরদারের ছেলে গোলাম কিবরিয়ার মুরগীর খামারে। অস্বাভাবিক বড় আকৃতির ডিমটি দেখতে তার বাড়িতে অনেকে ভিড় করছেন।


খামারী গোলাম কিবরিয়া জানান, গত ৫ মাসে আগে নিজ বাড়িতে লেয়ার মুরগীর খামার করেছেন। এক মাস যাবৎ মুরগীগুলো নিয়মিত ডিম দিচ্ছে। বুধবার প্রতিদিনের ন্যায় তার মা খামারে ডিম সংগ্রহ করতে যান। খামারের একটি খাঁচায় অস্বাভাবিক বড় আকৃতির একটি বড় ডিম দেখে প্রথমে ভয় পেয়ে যান তিনি। পরে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে গোলাম কিবরিয়া এসে খাঁচা থেকে ডিমটি সংগ্রহ করেন। ডিজিটাল স্কেলে পরিমাপ করে দেখেন ডিমটির ওজন ১৮০ গ্রাম। মুরগী বিশাল আকৃতির ডিম পেড়েছে এখবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার মানুষ তা দেখার জন্য বাড়িতে ভিড় জমায়।


প্রতিবেশী হারুনর রশিদ, সাবিনা ইয়াসমিনসহ কয়েকজন জানান, মুরগীর এতো বড় ডিম দেখে তারা বিস্মিত ও অভিভূত। ডিমটি অন্য ডিমের মসৃন নয়, দেখতেও অস্বাভাবিক। এবং সাধারণ ডিমের তুলনায় চার গুন বড়।


এবিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সাধারণত ডিমের ওজন ৫০-৬০ গ্রাম হয়। মুরগী অনিয়মিত ডিম দিলে ডিমের ভেতর ২-৩টা কুসুম থাকতে পারে। সেক্ষেত্রে ডিমের ওজন ৮০-১০০ গ্রাম হতে পারে। তবে মুরগীর ডিম ১৮০ গ্রাম হয়েছে এটা অস্বাভাবিক। এমন ঘটনা খুবই বিরল। আমি আমার চাকরী জীবনে এমন ঘটনা প্রথম শুনলাম।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!