অধিকার সমতা ক্ষমতায়ণ,নারী ও কন্যার উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমানের সভাপতিত্বে নান্দাইল ঘাসফুল যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার।
এসময় আরো বক্তব্য রাখেন নান্দাইল ইউআরসির নাছিমা আক্তার,আল আজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলি দাস,পল্লি উন্নয়ন মহিলা সংস্থার সভাপতি জয়িতা আমিনা ইয়াসমিন হিমা প্রমুখ।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক,সরকারি কর্মকর্তাসহ মহিলা উদ্যোক্ত ও সেলাই প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :