সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মোহাম্মদ ( সাঃ) এর মহান জীবনী অধ্যায়ন এবং সে আলোকে নিজেকে গড়ে তোলার অনুপ্রেরণা জাগাতে শেরপুর সদর উপজেলার ডুবারচরে অবস্থিত “কামারের চর উচ্চ বিদ্যালয়” সীরাত প্রতিযোগিতার আয়োজন করেছে , “পিসফুল সোসাইটি” নামক ইসলামিক সংগঠন ৷
শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় কামারের চর উচ্চ বিদ্যালয়ের কক্ষে সীরাত প্রতিযোগিতার আয়োজন করে ৷
প্রতিযোগিতায় উম্মে সালমা বিদ্যা নিকেতন, আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড স্কুল,অনুরন পাবলিক স্কুল , কামারের চর পাবলিক উচ্চ বিদ্যালয়, আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল ( ঝগড়ারচর শাখা) ও কামারের চর উচ্চ বিদ্যালয়েরসহ শেরপুর ও জামালপুর জেলার মোট ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে থেকে মোট ৩০০জন প্রতিযোগিতারা অংশগ্রহণ করেন ৷
পিসফুল সোসাইটির সভাপতি মাওলানা মোঃ হামিদুল্লাহ (রাজু) বলেন, বর্তমানে শিক্ষার্থীরা ইসলামিক জ্ঞান থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে ৷ যার ফলে সমাজে বিভিন্ন অন্যায় মূলক কাজ (মাদক সেবন, ইভটিজিং, রাসূলকে নিয়ে কটুক্তি) জড়িত হচ্ছে ৷ তাই আমাদের সংগঠন থেকে সবার মাঝে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর ভালোবাসা ও মহব্বত ছড়িয়ে দিতে বরাবরের ন্যায় সংগঠনের পক্ষ থেকে ছাত্রদের মাঝে সীরাত প্রতিযোগিতা -২৫ এর আয়োজন করেছি ৷ তিনি আরও বলেন,
শেরপুর ও জামালপুর জেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় তিন শতাধিক প্রতিযোগী ৷ আমরা সঠিক মূল্যায়নের মাধ্যমে ৫০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করবো৷ পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে তিনজনকে নির্বাচিত করে সম্মাননা প্রদান করবো ৷
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক মুফতি ফজলুল হক৷ তিনি বলেন, নববী আদর্শের পূর্ণ অনুসরণ ব্যতীত ব্যক্তিজীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন ৷তারা বলেন- এরকম দ্বীনি সংগঠন আমাদের সমাজে খুবই প্রয়োজন ৷ এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা বিকাশিত হচ্ছে এবং ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে, সমাজ থেকে অন্যায়, অপকর্ম উঠে যাবে সমাজে শান্তি বিরাজ করবে ৷
সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা রইস উদ্দিন ও অন্যতম উপদেষ্টা মুফতি আল আমিন সা`দী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী সম্পর্কে শিক্ষার্থীদের ধারনা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার প্রচেষ্টায় আমাদের সংগঠনটি বিগত কয়েক বছর যাবৎ কাজ করে যাচ্ছে ৷ আলহামদুলিল্লাহ আমরা অনেক যুবককে নামাজি করেছি, অনেককে পবিত্র কোরআন শিক্ষা দিতে সক্ষম হয়েছি৷তারা আরও বলেন,সীরাত চর্চার অভাবে দেশের সর্বত্র রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। রাসূল (সা.) এর সীরাতের অভাবে অনৈতিকতা, অমানবিকতা, মনুষত্বহীনতা আজ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। মানুষ মানুষকে খুন, নির্মমতা, নিষ্ঠুরতা এতই বৃদ্ধি পাচ্ছে যে, আইয়ামে জাহিলিয়্যাত স্মরণ করিয়ে দেয়। তাই আমদের জীবনে আধুনিকায়তা নয়, সীরাত চাই ৷এসময় সর্বাবস্থায় রাসুলের জীবন অনুসরনের আহ্বান রাখেন ৷
অন্যান্য সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা আবুল বাশার,মাওলানা মোস্তফা কামাল,এ.এস.আই জাকিউল আলম লিটন, সাজ্জাদ হোসাইন আলম, মাওলানা শামছুদ্দিন, হাফেজ শাকিল, রুবেল, লুৎফর, সাকিব, আল আমিনসহ প্রমুখ ৷
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :