AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ও কমলগঞ্জে ৩টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করলো প্রশাসন


শ্রীমঙ্গলে ও কমলগঞ্জে ৩টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করলো প্রশাসন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে প্রশাসন। শনিবার (৮ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন এর নেতৃত্বে উপজেলার কালাপুর ইউনিয়নের ভেরবগঞ্জ বাজারে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এসময় পরিবেশ অধিদফতরের ছাড়পত্রসহ অন্যান্য কোনো বৈধ কাগজপত্র না থাকায় ভৈরবগঞ্জ বাজারের রহিমনগর এলাকায় অবস্থিত মেসার্স নির্মাণ ব্রিকস এবং আল মদিনা ব্রিকস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, মহামান্য হাইকোর্ট বিভাগের দায়েরকৃত রিট পিটিশন নং-১৩৭০৫/২০২২ এর আদেশের আলোকে উপজেলার অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযানে নামে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন জানান, ২০১১ সালের ৬ জুন থেকে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নবায়ন না করায় এবং মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের বৈধ কোনো লাইলেন্স না থাকায় মোঃ মনির হোসেন খান মালিকানাধীন মেসার্স নির্মাণ ব্রিকসটিকে উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় এবং ২০২০ সালের ৩১ মার্চ থেকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন না করায় একই এলাকায় মোঃ ছাত্তার মালিকানাধীন মেসার্স আল মদিনা ব্রিকসটিকেও উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামসহ পুলিশের টিম উপস্থিত ছিলেন।

এদিকে কমলগঞ্জে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ছোট ভাই মোসাদ্দেক আহমদ মানিকের মালিকানাধীন সাবারী ব্রিকসের বৈধ কোনো কাগজপত্র না থাকায়  শনিবার দুপুরে এটিও গুড়িয়ে দিয়েছে কমলগঞ্জ উপজেলা প্রশাসন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!