নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শাকিলকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
রোববার (৯ মার্চ) বিকেলে পঙ্গু হাসপাতালে যান এবং আহত শাকিলের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে একই হাসপাতালে চিকিৎসাধীন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তারের মায়ের খোঁজ-খবর নেন ড. মঈন খান।
এদিকে ড. মঈন খানকে পঙ্গু হাসপাতালটির পরিচালক অধ্যাপক আবুল কেনান তাকে অভ্যর্থনা জানান।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ডা. কেএম শরফুদ্দিন আশিক ও হাসপাতালটির কর্মচারী ইউনিয়নের সভাপতি নূর মোহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :