ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর উপদেষ্টা পরিষদের সদস্য মো.এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শামছুল হক আকন্দ।
মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল জামান রিপনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা জাকির হোসেন ভূঁইয়া।
এসময় আরো বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ এনামুল হক,প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আঞ্জু,বিশিষ্ট ব্যবসায়ী শামছুল হুদা সবুজ, সাংবাদিক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, সাংবাদিক জহিরুল ইসলাম লিটন, এ হান্নান আল আজাদ, মোখলেছুর রহমান, আকরাম হোসেন, শিক্ষানূরাগী ব্যক্তিত্ব ও সমাজসেবক হাসনাত মাহমুদ তারিক, শিক্ষক এ,কে ,এম, রমিজ উদ্দিন, মিজানুর রহমান, সমাজসেবক শাহরিয়ার কাব্য প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন পরিচালনা পরিষদের সদস্য প্রবাসী হিমেল মাহমুদ সরকার, সমাজকর্মী শাহিন আলম, আশরাফুল ইসলাম, প্রবাসী শফিকুল ইসলাম এরশাদ, এস , আই, রুহুল আমিন সুমন ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :