কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ডাক্তার সংকটের কারণে রোগীরা সময়মতো সেবা পাচ্ছেন না, ফলে বাড়ছে দুর্ভোগ। সোমবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জরুরি বিভাগে চিকিৎসার জন্য অপেক্ষায় থাকা রোগীরা কোনো ডাক্তারের দেখা পাননি বলে অভিযোগ করেন।
উপজেলার আঙ্গারিয়া এলাকার মিতু আক্তার তার চার বছরের অসুস্থ শিশুকে নিয়ে সকাল ১০টায় হাসপাতালে আসেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো ডাক্তারের দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েন। তার মতো আরও অনেক রোগী একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। তারা বলেন, জরুরি বিভাগে সেবা না পাওয়ায় তাদের অসুস্থ স্বজনদের নিয়ে চরম বিপাকে পড়তে হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালে ১৬ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে মাত্র তিনজন ডাক্তার কর্মরত রয়েছেন। সীমিত সংখ্যক ডাক্তার দিয়ে রোগীদের চাপ সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি আরও জানান, উচ্চ পর্যায়ে এ সংকটের বিষয়ে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ডাক্তার সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও চিকিৎসা সেবার মানোন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালে ডাক্তার সংকট থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এলাকার সাধারণ মানুষ দ্রুত নতুন ডাক্তার নিয়োগ ও সেবার মান উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :