ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সমিতির উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নাসিরনগর উপজেলা সমিতি, ঢাকা এর সভাপতি প্রফেসর ড. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাফিনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলার বরেণ্য ব্যাক্তিবর্গ সহ ঢাকায় বসবাসরত নাসিরনগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
যাদের আলোকিত উপস্থিতিতে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিনত হয়,তাদের মধ্যে অন্যতম অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক উপ-প্রেস সচিব ও দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাবেক
রাষ্ট্রদূত শফি ইউ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজিবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমদ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার গাজীউর রহমান, সাবেক সচিব সঞ্জয় ভৌমিক, সৈয়দ শরীফ প্রমুখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ ইফতার ও দোয়া মাহফিলে ঢাকায় বসবাসরত নাসিরনগর উপজেলার ঊর্ধ্বতন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট নাগরিক সহ সকল শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতি মিলন মেলায় পরিনত হয়।দোয়া মাহফিলে নাসিরনগরসহ দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সবশেষে প্রায় এক হাজার রোজাদার একত্রে বসে ইফতার গ্রহণ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :