পাবনা জেলার ভাঙ্গুড়া পৌর কৃষক দলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সব নেতাদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সভা করেছে কৃষক দলের নেতা-কর্মীরা।
রোববার (৯ মার্চ) রাত আটটার দিকে পৌর শহরের উত্তর মেন্দা বাজার থেকে বিশাল একটি আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত নেতারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের ভাঙ্গুড়া পৌর কৃষক দলের দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হয়েছে। দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করতে হবে।
প্রসঙ্গত, গত ৪ মার্চ মো. রফিকুল ইসলাম রফিক আহবায়ক ও পান্না হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :