রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) দরগাডাঙা হাটের সরকারি জায়গা জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এদিকে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে ভুক্তভোগীরা উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) কাছে অভিযোগ করেছেন।
জানা গেছে, উপজেলার জেল নম্বর ১১, মৌজা চকরতিরাম, খতিয়ান নম্বর ১, দাগ নম্বর ৯১৮, শ্রেণী হাট, পরিমাণ ০০.০৪১। উপজেলা ভুমি অফিস থেকে ২০২৩-২০২৪ অর্থবছরে শর্ত সাপেক্ষে একশনা ইজারা নিয়েছেন শংকরপুর গ্রামের মৃত উজির মন্ডলের পুত্র বেলাল উদ্দিন। কর্তৃপক্ষকে অবগত না করেই তিনি জোরপুর্বক ও ইজারা শর্ত লঙ্ঘন করে প্রায় ০০.০০৯৫ পরিমাণ সম্পত্তির স্থায়ী পাকা দোকান ঘর নির্মাণ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, বিএনপি নেতা সুলতান আহম্মেদের মদদে এই ঘর নির্মাণ করা হচ্ছে।এতে বিএনপি মতাদর্শী ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা বলেন, এই ঘর নির্মাণ বন্ধ করা না হলে তারাও তাদের ইচ্ছেমতো ঘর নির্মাণ করবেন।
জানা গেছে,গত ৯ মার্চ রোববার স্থানীয় ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) অবৈধ স্থাপনা নির্মাণ বাধা দিলে বেলাল ও তার পুত্র তহসিলদারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সার্ভেয়ারকে পাঠিয়ে অবৈধ স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসতুরা আমিনা বলেন, তাদের নিষেধ করা হয়েছে। তিনি বলেন, এর পরেও তারা যদি পাকা ঘর নির্মাণ করে তাহলে তা উচ্ছেদ করা হবে। এবিষয়ে জানতে চাইলে বেলাল উদ্দিন বলেন, তিনি ডিসি আর কেটেছেন দোকান ঘর নির্মাণ করবেন, এটা কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, সুলতান নেতার সঙ্গেও তার কথা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :