AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধর্ষকদের ফাঁসির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৪:৩৭ পিএম, ১০ মার্চ, ২০২৫
ধর্ষকদের ফাঁসির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত

“বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই” শ্লোগাণে সারাদেশের সকল ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে শিক্ষার্থীরা।

এ সময় ধর্ষকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ার শপথ নিয়ে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, যুগ্ম  আহ্বায়ক  মাহিন খান, নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী রিনা, বিজয় নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী রাহাত আলী, শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী ফরহাদ হোসেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহিনুল হক প্রমুখ।

প্রায় ঘন্টাব্যাপি চলা বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা মাগুড়ায় নিজ পরিবারে ধর্ষণের শিকার শিশু আসিয়ার ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংস্কারের দাবী জানান বর্তমান উপদেষ্টা মন্ডলের নিকট। আর এতে ব্যার্থ হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন শিক্ষার্থীরা।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের সামনে একত্রিত হয়ে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিলিত হন সাধারন শিক্ষার্থীরা। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!