সারাদেশে নারী শ্লীলতাহানি ও ধর্ষনকান্ড বৃদ্ধি পাওয়ায়। ধর্ষকের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুর দুইটা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে ঝালকাঠির সরকারি নলছিটি ডিগ্রী কলেজের ইসলামী ছাত্র আন্দোলন শাখা। কলেজের সামনের সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ভলান্টিয়ারস অফ নলছিটি আহবায়ক মোঃ শাহদাত হোসেন নলছিটি পৌর শাখার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, নলছিটি উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবু মুছা সরদার।
এতে বক্তারা বলেন দেশে ধর্ষনের সংখ্যা বেড়ে গেছে কোন শিশুও এখন নিরাপদ না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের অভাব দেখা দিয়েছে। অতি দ্রুত ধর্ষকদের আটক করে সর্বচ্চ শাস্তি দেয়ার আহবান জানাচ্ছি। নয়তো আগামীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র অভিভাবক ও সকল পেশার মানুষ অংশগ্রহণ করে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :