দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী তে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস ধনবাড়ীর আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি আলচনা অনুষ্ঠিত হয়।
দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিসের লিডার খাদেমুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান, একাডেমি সুপার ফাইজা মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ছাত্র প্রতিনিধ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা, ধনবাড়ী অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ-বন্যা রোধে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খনন, নদীর পাহাড় ধস, বজ্রপাত ও অগ্নিকাণ্ড নির্বাপন কিভাবে সম্ভব এবং শুকনো খাবার মজুদসহ বিভিন্ন পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :