গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর গরু ও মহিষ ডাকাতি মামলায় লুণ্ঠিত ট্রাক উদ্ধার ও ডাকাতের মূল পরিকল্পনাকারী আন্ত: জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য সামিউলকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
সোমবার (১০ মার্চ) এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম। এসময় তিনি বলেন, গ্রেফতারকৃত আন্ত: জেলা ডাকাত দলের সদস্য সামিউলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাবেক সভাপতি গোপাল মহন্ত, জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জের সভাপতি জিল্লুর রহমান সরকার, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান, রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক কালা মানিক দেব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :