বাগেরহাটের মোরেলগঞ্জে সকল প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার করালেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবউল্লাহ। সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীারা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের কাছে মোরেলগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। দেশের বর্তমান পরিস্থিতিতে দক্ষিনাঞ্চলের বৃহৎ এই মোরেলগঞ্জ উপজেলাকে নিরাপদ, সুন্দর গতিশীল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবউল্লাহ।
এ সময় মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম,সাধারণ সম্পাদক গনেশ পাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, পৌর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান পাখি, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ অনন্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :