মদন উপজেলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ মার্চ) বিকেলে গোবিন্দশ্রী ইউনিয়নে গোবিন্দশ্রী গ্রামের সরকারহাটি বিধবা সাহারা খাতুনের সাথে এ ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা ও এসপি অফিসের অফিস সহকারী মোঃ রাসেল অরফে খালেদ, আজির হক, মোঃ রফিকের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ করে ওই জমির মালিক বিধবা সাহেরা খাতুন জানান, বর্তমান ১নং খতিয়ানের ৪৩৫১ নম্বর দাগে মোট জমি ১ একর। বাংলাদেশ সরকারের পক্ষে মদন সহকারী কমিশনার ভূমি বিগত ০৯/১১/২০০৬ইং সালে কবুলিয়ত ১৯৪০নং দলিল মূলে আমি মালিক। দলিলের পর হতে আমরা দীর্ঘদিন এই জমি ভোগ দখলে রয়েছি। তবে ওই জমির পাশের বাসিন্দা মোঃ রাসেল মিয়া. কয়েকবার জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখল করে নিয়েছে। এরপর থেকে আমরা বিভিন্ন জায়গা অভিযোগ করে প্রতিকার না পেয়ে থানায় অভিযোগ দায়ের করিতে হলো। কাগজপত্র এবং নামজারি আমাদের নামেই রয়েছে।
তিনি আরো জানান, উপজেলা সার্বিয়ার নাসির উদ্দিন আমাদের জমি মাফ জোফ করে কোটিফোতে আমাদেরকে বুঝিয়ে দেয়। পুনরায় শনিবার সকালে হঠাৎ করেই রাসেলের লোকজন আমার ধান জমিতে জোরপূর্বক সেছ দেওয়া শুরু করে । এটি দেখে আমি মদন থানায় লিখিত অভিযোগ জানাই।
উপজেলা সদরে কয়েকদিন আগে গণ্যমান্য কয়েকজন ব্যক্তিবর্গ কে নিয়ে শালীশ বৈঠকে বসে। সালিশে অংশ নেওয়া হোসনা আক্তার জানান রাসেল মিয়া সাহারা খাতুনের জমি ছেড়ে দিবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছিল। এখন কি অবস্থায় আছে জানি না।
মুঠোফোনে অভিযোগের ব্যাপারে মো.রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাই আমি এখন অফিসে আছি এ বিষয়ে আপনার সাথে পরে কথা বলব।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, জোরপূর্বক জমি দখলের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :