AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন


গলাচিপায় অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ৯নম্বর ওয়ার্ডে উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১ টায় সারাদেশের ন্যায় অবৈধ ইট ভাটা অপসারণের উদ্যোগে গলাচিপা উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর নেতৃত্বে নলুয়াবাগী এলাকায় অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় BBC ইট ভাটাটি যৌথ মালিকানাধীন। এরশাদ মোল্লা, বশির তালুকদার মজিবর গাজী ও মনির ঢালী তারা বহুদিন ধরে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনা করে আসছে তাদের কোন পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। এতে করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ও ইট ভাটাটির পাশেই একটা শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্বাস নিতে কষ্ট হয় বলে জানান। 

অন্য দিকে বন উজার করে কাঠ দিয়ে পুড়ানো হয় বিভিন্ন ইটভাটায় ইট। যেখানে কয়লা দিয়ে পুড়ানো কথা সেখানে তারা কাঠ ব্যবহার করেন ইটভাটায়। ইট ভাটায় ৩ লাখ ইট পুড়ানো আছে। এছাড়াও ২ লাখ ইট পুড়ানো হয়নি প্রশাসন ঐ কাচা ইট গুলো ভেঙে গুড়িয়ে দেয় ও টিনের চিমটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। তবে উপজেলা প্রশাসন তাদেরকে কোন জরিমানা করেনি বলে জানা যায়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন অবৈধ ইট ভাটা এই উপজেলায় যেখানেই আছে সেগুলোকে আইনি প্রক্রিয়ায় ব্যাবস্থা গ্রহণ করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ// এ.জে

Link copied!