গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১নং রসুলপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে।সোমবার উপজেলা যুবদলের আহবায়ক মাহিদুল ইসলাম মিঠু ও সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন রাখু যৌথ স্বাক্ষরিত পত্রে তথ্য জানানো হয়েছে।
কমিটি বিলুপ্তির পত্রে বলা হয়েছে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অমান্য করে বিভিন্ন সময়ে নানা অপকর্মে জড়িত থেকে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করা অভিযোগে ১নং রসুলপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন,সাদুল্লাপুর উপজেলা যুবদলের আহবায়ক মাহিদুল ইসলাম মিঠু। তিনি বলেন,রসুলপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির নেতৃ্ৃবৃন্দ দলীয় নির্দেশনা উপেক্ষা করে বেশ কিছুদিন থেকে সংগঠন বিরোধী নানারূপ অপকর্মে জড়িয়ে পড়ে।তাদেরকে এহেন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য একাধিকবার সতর্ক করা হয়েছে।এরপরেও তারা সংযত না হওয়ায় তারেক রহমানের নির্দেশে তাদের গোটা ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :