বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কেরামত আলী ফকির (৮৫) সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না......রাজিউন)।
মরহুম আলহাজ মো. কেরামত আলী ফকির বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রিয়াজ ফকির ও উপজেলা যুবদলের সদস্য সচিব মিজান ফকিরের পিতা। মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় বানারীপাড়া ফায়ার সার্ভিস চত্বরে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি,যুবদল ও স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :