AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রীর বেগম শায়লা কামালের মৃত্যু


চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রীর বেগম শায়লা কামালের মৃত্যু

 বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী বেগম শায়লা কামাল মৃত্যু বরণ করেন।  (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান বলে ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। 

ওই পোস্টে মায়ের জন্য মাগফেরাতের দোয়া কামনা করে তিনি লিখেছেন, ‘আমার শ্রদ্ধেয় আম্মা বেগম শায়লা কামাল, মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী, আজ ভোর ৫:৩০টায় ইন্তেকাল করেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি।’

চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার দুই মেয়াদের সরকারে মন্ত্রীসভায় দায়িত্ব পালন করেছেন। 

জিয়াউর রহমানের সময়ে ১৯৭৯ সালে বিএনপিতে যোগ দেওয়া কামাল ইবনে ইউসুফ ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট উন্নয়ন কাউন্সিলর (ডিডিসি) ছিলেন। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

বিচারপতি আবদুস সাত্তারের সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পালন করেন এই বিএনপি নেতা। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া সরকার গঠন করলে কামাল ইবনে ইউসুফকে তিনি স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব দেন। পরে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

তার দাদা চৌধুরী মঈজউদ্দিন বিশ্বাস ছিলেন জমিদার। আর বাবা চৌধুরী ইউসুফ আলী (মোহন মিয়া) ছিলেন মুসলিম লীগের কেন্দ্রীয় নেতা এবং তার ভাই চৌধুরী আকমল ইবনে ইউসুফও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও বেগম শায়লা কামাল দম্পতির চারজন কন্যা সন্তান রয়েছে।  

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!