AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে বসতঘরে আগুন লেগে একজনের মৃত্যু


চাঁদপুরে বসতঘরে আগুন লেগে একজনের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরে বসত ঘরে আগুন লেগে সাইফুল ইসলাম নামে একজনে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে উপজেলার খালপার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

স্থানীয়রা জানায়, বিকালে সাইফুল ইসলামের ঘরের দরজা বন্ধ করে একাই ঘুমিয়ে ছিলেন। তখন তার ঘরে আগুন লাগে। এতে তার ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। বাড়ি অশেপাশের লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

পার্শ্ববর্তী বাড়ির বকুল বেগম জানান, আগুন লাগা ঘরটি দরজা বন্ধ অবস্থায় দেখিতে পায়। আশেপাশের লোকজন আসিয়া আগুন নিয়ন্ত্রণ আনে এবং ঘরের ভিতরে সাইফুল ইসলামকে পুড়ে যাওয়া মৃত দেহ দেখা যায়। পরে স্থানীয় লোকজনসহ আমরা থানায় ও ফায়ার সার্ভিসে সংবাদ দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইফুল ইসলাম শরীর পুড়ে কয়লা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন জানান, সাইফুলের পিতা ৩৩ বছর পূর্বে হত্যা মামলার আসামী হলে স্বপরিবারে ঢাকায় চলে যায়। সাইফুল তিনদিন আগে বাড়িতে আসে এবং ওই ঘরে থাকত। সে মানসিকভাবে বিকারগ্রস্ত।

মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর নুরুল করিম বলেন, খবরকে সেখানে পৌঁছে আগুনে দগ্ধ মরদেহটি উদ্ধার করি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ঘরে আগুন লাগার পর সাইফুল বের হতে না পারায় তার দেহ পুড়ে কয়লা হয়ে গেছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!